Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

কি সেবা কিভাবে পাবেন:

 

প্রাপ্ত সেবাসেবা প্রাপ্তির কৌশল
শতভাগ শিশু ভর্তি নিশ্চিতকরণউপজেলা পর্যায়ে ভর্তি নিশ্চিতকরণ বিষয়ক উপজেলা টাস্কফোর্স এর সদস্য হিসেবে কার্যকর ভূমিকা রাখা
গুণগত ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চতকরণপ্রশিক্ষণ/কর্মশালা/পরিদর্শনকালীন ইন্সট্রাক্টর/সহকারী ইন্সট্রাক্টর শিক্ষক/শিক্ষার্থী/ অভিবাবক ও এসএমসি সদস্যদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান।
উন্নত পাঠদান কৌশল ও পদ্ধতি নির্ধারণ/ আয়ত্বকরণইন্সট্রাক্টর/সহকারী ইন্সট্রাক্টর এর পরিদর্শনকালীন শিক্ষক কর্তৃক পাঠ উপস্থাপন।
শিক্ষোপকরণ তৈরি, যথাযথ ব্যবহার ও সংরক্ষণ।শিক্ষা উপকরণ উন্নয়ন বিষয়ক ওরিয়েন্টেশনে শিক্ষকদের অংশগ্রহন ও প্রশিক্ষকদের প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ।
পাঠ পরিকল্পনা প্রস্তুতকরণশিক্ষকগণ বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন, উন্নয়নের ক্ষেত্র অবহিত করবেন এবং ইন্সট্রাক্টর/ সহকারী ইন্সট্রাক্টর প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন।
কন্টেন তৈরি ও মাল্টিমিডিয়া ব্যবহারইন্সট্রাক্টর/ সহকারী ইন্সট্রাক্টর ও ডাটা-এন্ট্রি-অপারেটর শিক্ষকদের কন্টেন্ট তৈরি ও মাল্টিমিডিয়া ব্যবহার সম্পর্কিত প্রয়োজনীয় বিদ্যায়তনিক ও কারিগরী দিক নির্দেশনা প্রদান করবেন।
শিক্ষকদের যোগদান, বদলী, টাইমস্কেল প্রাপ্তি, পিএলআর গমণ সংক্রান্ত হাল নাগাদ তথ্য প্রাপ্তি।ডাটা-এন্ট্রি-অপারেটর কর্তৃক তথ্যাদি নির্ধারিত ফরমেট অনুসারে কম্পিউটারে সংরক্ষণ এবং ইউআরসি এর সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভিজিট করণ।
এসএমসি/স্লিপ/এসইসি কমিঠি গঠন ও সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানানোকমিঠির সদস্যদের প্রশিক্ষণে অংশগ্রহণ, মতামত প্রদান, ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ।
বিদ্যালয়, শিক্ষক এবং শিক্ষার্থী সংক্রান্ত তথ্য প্রাপ্তি।ডাটা-এন্ট্রি-অপারেটর কর্তৃক তথ্যাদি নির্ধারিত ফরমেট অনুসারে কম্পিউটারে সংরক্ষণ এবং ইউআরসি এর সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভিজিট করণ।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা সংক্রান্ত তথ্য (অংশগ্রহণকারী,ফলাফল, বৃত্তি)ডাটা-এন্ট্রি-অপারেটর কর্তৃক তথ্যাদি নির্ধারিত ফরমেট অনুসারে কম্পিউটারে সংরক্ষণ এবং ইউআরসি এর সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভিজিট করণ।
প্রাথমিক শিক্ষায় পরিবর্তিত, সংযোজিত, পরিমার্জিত পাঠ্যক্রম অবহিত হওয়া ও প্রচলিত পাঠ্যক্রমের ব্যাখ্যা প্রদান।ইন্সট্রাক্টর/ সহকারী ইন্সট্রাক্টর কে অবহিতকরণ/পত্রপ্রেরণ/ সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভিজিটকরণ।
প্রাথমিক বিদ্যালয়গুলোতে আয়োজিত বিভিন্ন পরীক্ষা পদ্ধতি, প্রশ্নপত্রের ধরণ, নম্বর, বন্টন ইত্যাদি তথ্য প্রাপ্তি।ইন্সট্রাক্টর/ সহকারী ইন্সট্রাক্টর কে অবহিতকরণ/পত্রপ্রেরণ/ সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভিজিটকরণ।
উপজেলা প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সাম্প্রতিক তথ্য প্রাপ্তি।ইন্সট্রাক্টর/ সহকারী ইন্সট্রাক্টর কে অবহিতকরণ/পত্রপ্রেরণ/ সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভিজিটকরণ।